ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইজিবাইক-ট্রলি সংঘর্ষে ইজিবাইক চালক কাঞ্চন মিয়া (২৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত কাঞ্চন ধরগাঁও উকুন্দি পাড়া গ্রামের আব্দুল বারিক মাস্টারের পুত্র। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে যাত্রী উঠিয়ে ইজিবাইকটি নান্দাইল চৌরাস্থার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ইজিবাইকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রলির ইঞ্জিন পাশের জমিতে গিয়ে পড়ে। এ ঘটনায় কাঞ্চন সহ আরও চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কাঞ্চন মিয়া মারা যায়।
নান্দাইল হাইওয়ে থানার উপপরিদর্শক হামিদ মিয়া জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ট্রলিটিকে আটক করেছি। চালক পালিয়ে গেছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সকলেই ইজিবাইক চালকের যাত্রী ছিল।