নান্দাইলে ধানক্ষেতে অজ্ঞাত বৃদ্ধের ব্যক্তির গলাকাটা লাশ
ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহ ।।
নান্দাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় : বৃহস্পতিবার ভোরে ধানক্ষেতের পাশে গলাকাটা এক অজ্ঞাত বৃদ্ধ পুরুষ ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন লাশ দেখতে ভিড় করে। এলাকাবাসী নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দিলে সকাল ৮ টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা রাতের আধাঁরে কেউ গলাকেটে রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে লাশ ফেলে গেছে। রক্তাক্ত গলাকাটা লাশের খবর শুনে আশে পাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন জড়ো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।