ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা দিয়ে ভাইয়ের সাথে মোটর সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ১১টার দিকে নান্দাইল সদরের নরসুন্দা ব্রিজের কাছে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম রাজিয়া সুলতানা নুপুর ওরফে বন্যা (১৪)। সে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারই গ্রামের খুররম মিয়ার মেয়ে। নিহত বন্যা নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রী করোনার টিকা গ্রহন শেষে তার ভাইয়ের সাথে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল থেকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় স্কুল ছাত্রী বন্যা। এই ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।