সিলেটের কানাইঘাট উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৭ জুন) কানাইঘাট থানার সেকন্ড অফিসার সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর পাঁচঘরি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কিশোর বড়দেশ উত্তর গ্রামের ফয়েজ আহমদের ছেলে ফাহিম আহমদ (১২)। আহত কিশোর নিহতের চাচাতো ভাই নিজাম উদ্দিনের ছেলে আল-আমিন (১৩)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফাহিম আহমদ ও তার চাচাতো ভাই আল-আমিন গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ফাহিম আহমদ ও আল-আমিনের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফাহিম আহমদকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অফিসার সোহেল মাহমুদ জানান, মঙ্গলবার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।
এফআর/অননিউজ