নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে নাশকতার অভিযোগে জেলা ছাত্র দলের সহ-সভাপতি সুলতান মাহমুদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে আসামীরা ঢাকা সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ সহ নাশকতা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ও ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে থানায় অপহরণ, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।
এফআর/অননিউজ