জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন হাজী আবুল হোসেন। তিনি সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির দীর্ঘদিন সভাপতি হিসেবেও দ্বায়িত্ব পালন করে ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে বুধবার (৩ আগস্ট) এই কমিটির ঘোষণা আসে। কমিটির জন্য সুপারিশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, পার্টির মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপি।
এ বিষয়ে হাজী আবুল হোসেন বলেন, আমাকে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করায় পার্টির চেয়ারম্যানসহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি সহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ ।
আগামী দিনগুলোতে পার্টির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য সর্বোচ্চ কর্মতৎপরতা চালিয়ে যাব, ইনআল্লাহ।