নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের নীতিমালা বস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।
ঝালকাঠিতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের নীতিমালা বস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে রুপান্তরের আয়োজনে মতবিনিময় সভায় তৃনমূল স্তরের অপরাজিতা নারীদের মধ্যে ৪০ জন অংশগ্রহন করেছেন। মতবিনিময় সভায় এই প্রকল্পের উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্থানিয় সরকারের বিভিন্ন কাঠমোতে তাদের অংশগ্রহনের মাত্রা বিস্তৃতকরন ও কার্যকারিতা বৃদ্ধিকরন ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে।
ঝালকাঠির জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগ সভানেত্রী ইসরাত জাহান সোনালী, জাপা জেলা আহবায়ক এ্যাড. আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, বিএনপি নেতা খোকন মল্লিক, জাপা নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রুপান্তর বরিশালের ঝুমু কর্মকার, তানভীর মোসারফ ও মাসুদুর রহমান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।