নারী সংস্কার কমিশন এর ধারাসমূহ বাতিলেন দাবীতে কুমিল্লায় হেফাজতে ইসলাম এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি ॥

বিতর্কিত নারী সংস্কার কিমশন ও এর প্রস্তাবিত ইসলামবিদ্বেষী ধারাসমূহ বাতিলের দাবিত ২৩ মে শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রী কমূসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মাহানগর শাখা এ মিছিল ও সমাবেশ আয়োজন করেন।
হেফাজতে ইসলামের কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত সভাপিত হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম বলেন ৯০ ভাগ মুসলমানদের এদেশে কুরআন সুন্নাহ বিরোধী নারী কমিশনের সুপারিশ কোন ভাবেই বাস্তবায়ণ করতে দেয়া হবে না। শপলা চত্বরে যেভাবে রক্ত দিয়ে নাস্তিকদের অস্ফালন বন্ধ করা হয়েছে। প্রয়োজনে এদেশের তাওহিদী মুসলমানগন আবারো রক্ত দিবে তারপরেও কুরআন বিরোধী নারী কমিশনের সুপাররিশ বাস্তবায়ন করতে দিবে না। তিনি অন্তবর্তীকালিন সরকারকে হুশিয়ারি করে বলেন কুরআন বিরোধী নারী কমিশনের সুপারিশসহ ঈমান ইসলামের সাথে সম্পর্কিত যে কোন বিষয়ে এদেশের আলেম ওলামাগণের সাথে মতবিনিময় ছাড়া সিদ্ধান্ত নিলে আপনাদের পরিনতি ভয়াবহ হবে। পশ্চিমাদের কৃষ্টি-কালচার মুসলমানদের দেশে আমদানী করারা স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন, নতুবা জনতা আপনাদেরকে ক্ষমা করবে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান, মুফতী মুজাম্মেল হোসেন, মুফতী নাঈমুল ইসলাম, মাওলানা মোঃ জামিল আহমেদ আশ্রাফী, সাখাওয়াত রাহাত, মুফতী আবুল বাসার, ইমাম হোসাইন, হাফেজ আমানুল্লাহ মুন্সী, সালাহউদ্দিন কিবরিয়া, মাওলানা সফিউল্লাহ, মুফতী ইয়াকুব, সালমান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা ইব্রাহিম সিরাজী, মাওলানা আহসান হাবীব, হাফেজ মামুন প্রমুখ।

 

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ