নালিতাবাড়ীতে বিদ্যুৎবিহীন ৩৬ ঘণ্টা,মোবাইল ও ইন্টারনেট সেবা বিঘ্নিত

অনলাইন ডেস্ক।।

দীর্ঘদিন অনাবৃষ্টির পর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শেরপুরের নালিতাবাড়ীতে সোমবার (২৭ মে) থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে গত প্রায় ৩৬ ঘণ্টা যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ না থাকায় দীর্ঘ সময় যাবত মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে গ্রাহকদের। একইসাথে অনলাইনে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা ঘনিয়ে আসলেই ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

এমতাবস্থায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান ভুক্তভোগীরা।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ