গতির কারণে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। কিছুদিন আগে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এবার পাকিস্তানের পেসার নাসিম শাহ’র প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই অজি পেসার।
দ্য গ্রিন ম্যানদের সাবেক এ কোচের দাবি, মাত্র ২০ বছর বয়সেই তার বলে গতির সঙ্গে ইয়র্কার, সুইং রয়েছে। এ কারণে সে পেস বোলিংয়ের পরিপূর্ণ প্যাকেজ।
শন টেইটের ভাষায়, আমার শুধু মনে হয়; সে (নাসিম) দারুণ বোলার। আমি তার সঙ্গে কাজ করে উপভোগ করেছি। আমার মনে হয়; এখন তার যে বয়স, ২০ এর কাছাকাছি, সে সম্ভবত সেরা এবং এটা একটি বড় মন্তব্য। কিন্তু আমি বলতে চাই; সে আমার দেখা এই বয়সের অন্যতম সেরা পেসার। সাবেক এই অজি পেসারের বিশ্বাস, বয়সের সঙ্গে সঙ্গে নাসিম আরও পরিণত হবে। বর্তমানে বয়সের চেয়েও বেশি এগিয়ে আছেন পাকিস্তানের এই পেসার। এ কারণে অন্য পেসারদের চেয়ে ভিন্ন নাসিম।
টেইটের ভাষ্য, তার সামর্থ্য-মেধা অনুযায়ী, তার ইচ্ছে ও প্রতিযোগিতার মানসিকতার কারণে সে প্রায় নিখুঁত প্যাকেজ। সবকিছু নিখুঁত না হলেও সে খুব কাছাকাছি আছে। সে চাইলে বল দুইদিকেই সুইং করাতে পারে এবং পুরনো বলে রিভার্স সুইং করাতে পারে। তার ভালো গতি আছে এবং ভালো ইয়র্কারও করতে পারে। সব মিলিয়ে সে দুর্দান্ত বোলার। বয়সের তুলনায় সে বেশি পরিপক্ব।
পাকিস্তান দলের সঙ্গে প্রায় এক বছর কাজ করেছিলেন টেইট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাবর-নাসিমদের সঙ্গে শুরু করেছিলেন তিনি। সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষে এই দায়িত্ব ছাড়েন তিনি। এই সময়ে নাসিমকে খুব কাছ থেকেই দেখেছেন এই অজি কোচ।
এফআর/অননিউজ