বাগমারার নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (সোনাডাঙ্গা ইউপির চেয়ারম্যান) আজাহারুল হককে কলেজ পরিবারের পক্ষ থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার কলেজ চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান মিলনের সভাপতিত্বে ও প্রভাষক মামুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মান্দা কলেজের অধ্যাপক নুরুল ইসলাম, নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক প্রনব কুমার, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক সুব্রত কুমার, প্রভাষক বেলাল উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য শাহাদৎ হোসেন ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারহানা আঁখি প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক আকবর আলী।