নিউইয়র্কে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদের হামলার প্রতিবাদ অন্তবর্তীকালীন সরকারের গাফিলতির জবাব এবং নিষিদ্ধ আওয়ামীলীগের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এনসিপির দক্ষিণনাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা জুমা নেতৃত্বে আজ বুধবার বিকেল সাড়ে ৫ টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি মানববন্ধন মিলিত হয়। এসময় নুর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপির জেলা সমন্বয়ক কমিটির সদস্য শাহনেওয়াজ, নিরুপম চাকমা, জাহিদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড়ের ধর্ষণের বিচারহীনতার সংস্কৃতিতে দিন দিন বাড়ছে ধর্ষণের ঘটনা,গতকাল জেলা সদরে সিঙিনালায় স্কুল ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় জড়িতদের তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, আমাদের নেতাকে অপদস্ত ও সম্মান হানির জন্য চেষ্টা করা হয়েছে আমেরিকায়। আওয়ামী লীগ দোসররা পৌর বাংলাদেশকে হেয় করে দিয়েছে বিদেশের মাটিতে। তাই আমরা তীব্র নিন্দা জানাই এসবের জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি দাবী করছি।
এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে রবিউল জিহাদ এর সঞ্চালনায় নেতা থুইচিং মারমাসহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
jn