নিখোঁজের ৫দিনেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র আসুয়াতের (১৩)। গত ২৩ আগস্ট সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।
নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫দিন আগে ২৩ আগস্ট সন্ধায় নিজ বাড়ি থেকে বের হয় আসুয়াত। এরপর আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পায়নি। নিরুপায় হয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৯২১।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, স্কুল ছাত্র আসুয়াত নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি জিডি করেছে। এ ব্যাপারে দেশের বিভিন্ন থানাকে অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের কাজ চলছে। #