দীর্ঘ ৩৫ বছর পর তিস্তা ব্যারেজের বন্ধু ফ্লাড বাইপাস নিজেকে বিলীন করে অতিরিক্ত পানি পাস করে দিয়ে রক্ষা করল দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজকে। দেশের ইতিহাসে সর্বোচ্চ লেভেলের পানি ছিল তিস্তায় বুধবার, বিপদসীমার ৭০ সেন্টিমিটার এর উপরে আগে সর্বোচ্চ ছিল ৫৩ সেন্টিমিটার।
পানিউন্নয়ন বোড ডালিয়া ডিভিশনের নিবাহী প্রকৌশলী মোঃ আসফাউদ দৌলা জানান, ব্যারেজে অতিরিক্ত পানির চাপ হলে নিজে থেকে খুলে যাবে ফ্লাড বাইপাস তাই হয়েছে। তবে স্রোতের তিব্রতা অতিরিক্ত থাকায় ভেসেগেছে ফ্লাড বাইপাস। ডালিয়া তিস্তা ব্যারেজের বন্ধু ফ্লাড বাইপাস।
নিজেকে বিলিন করে তিস্তা ব্যারেজকে বাঁচিয়ে রাখায় আবেগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ হান্নান প্রধান, তিনি লিখেছেন তিস্তা ব্যারেজের বন্ধু ছিল ফ্লাড বাইপাস, য়ার ডিজাইন করা হয়েছে এমনভাবে তিস্তা ব্যারেজে পানির অত্যাধিক চাপে ব্যারেজ হ্মতিগ্রস্ত না হয় আজ ৩৫ বছর পর তিস্তা ব্যারেজের সেইরকম বিপদের দিন। ফ্লাড বাইপাস কথা রেখেছে তিস্তা ব্যারেজ কে রক্ষায় নিজে বিলিন হয়ে অতিরিক্ত পানি পাস করে দিচ্ছে বিপদের বন্ধু।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।