আশ্রিত ব্যক্তি জমি নিজের দাবী করে ধারাল অস্ত্র দিয়ে মালিকের রোপনকৃত সুপারি গাছ কেটে ফেলার অভি্যোগ উঠেছে। নীলফামারী ডিললা উপজেলার ডিমলা ইউনিয়নের পাথরখুরা গ্রামের এক পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে। এরা হলেন সাগর, মা নাসিমা স্ত্রী,ঝিনুক ও বোন মেঘলার বিরুদ্ধে।
এ বিষয়ে জমির মালিক জসিয়ার রহমান এর ছেলে মুছাব্বিহান বলেন ১৯৯৮ সালে এই জমিটি আমরা ক্রয় করি ৬ শতক, সে সময় সাগর দের পরিবার জমি তে আশ্রিতা হিসেবে ছিল হঠাৎ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার সময় আশ্রিত পরিবারের সকলে কুড়াল, ছুড়ি বাসিলা নিয়ে এসে জমি তাদের দাবি করে বলে আমরা অনেকদিন ধরে এখানে আছি। অথচ জমির কাগজ দলিল সব আমাদের পরিবারের নামে, তাদের কোন কাগজ নেই।
ডিমলা ইউনিয়ন পরিষদের ৩ নং ইউপি সদস্য রহমান (জাম্বু) বলেন, গাছ কাটার বিষয় অনেক বড় ঘটনা আপনি ইউনিয়ন পরিষদে লিখিত অভি্যোগ দেন।
ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এম এ ফিরোজ আহমেদ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।