প্রায় শেষের দিকে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। আর মাত্র চারটি ম্যাচ বাকি। এরপরই গড়াবে প্লে-অফের লড়াই।
এদিকে চলতি আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদেরও প্লে-অফ নিশ্চিত হয়েছে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কামিন্সের দল।
অন্যদিকে ১৩ ম্যাচে ৮ পয়েন্ট টেবিলের একদম তলানিতে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সমান ম্যাচে ১২ পয়েন্টে তালিকার সাতে লখনৌ সুপার জায়ান্টস। কাগজে-কলমে এক ম্যাচ বাকি থাকলেও দুই দলেরই বিদায় নিশ্চিত হয়েছে। তাই শেষ ম্যাচটি তাদের জন্য কেবলই নিয়ম রক্ষার। তবে সান্ত্বনার জয় দিয়েই এবারের আসর শেষ করতে চায় দল দুটি।
শুক্রবার (১৭ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
এই ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। ঘরের মাঠে বুমরাহর পরিবর্তে অর্জুন টেন্ডুলকার দলে এসেছেন ও চোটের কারণে জায়গা হারিয়েছেন তিলক ভার্মা। অন্যদিকে লখনৌর একাদশে ডি ককের পরিবর্তে পাডিক্কেল ফিরেছেন।
মুম্বাই একাদশ : নোমান ধীর, দেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার, নেহাল ওয়াধেরা, ইষাণ কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোমারিও শেফার্ড, আনশুল কাম্বোজ, পীযূষ চাওলা, অর্জুন টেন্ডুলকার, নুয়ান থুশারা
লখনৌ একাদশ : কেএল রাহুল (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কেল, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, আরশাদ খান, ম্যাট হেনরি, রবি বিষ্ণুই, মহসিন খান
এফআর,অননিউজ