নিয়ামতপুরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন মোস্তাফিজুর রহমান
জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর নিয়ামতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) নিয়ামতপুর সদর হেলিপ্যাড মাঠে উপজেলা কৃষক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নওগাঁ -১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছেন। উন্নয়নের পরিবর্তন, সততার পরিবর্তন এবং মাদকমুক্ত সমাজগঠনের পরিবর্তন। আমাদের জাতীয় নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার দ্রুত আরোগ্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নয়। বরং বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির এই সংকটময় মুহূর্তে আমরা সবাই তার জন্য দোয়া করি। আমরা চাই, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া অতীতে দেশের রাজনৈতিক পরিমণ্ডল, গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবারও বিএনপির হাল ধরে ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিবেন এটাই আমাদের আশা।
নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু।
নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী, সাজ্জাদ আলী টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।