নিয়ামতপুরে জনতার এমপি মোঃ মোস্তাফিজুর রহমানের কালীমন্দির পরিদর্শন ও দিনকাল পত্রিকা বিতরণ
জনি আহমেদ,নিয়ামতপুর( নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিভিন্ন কালীমন্দির পরিদর্শন করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১: (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) এর বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
পরিদর্শনকালে তিনি দেশের বিভিন্ন চলমান সংবাদ ও তথ্য জনগণের মাঝে পৌঁছে দিতে দিনকাল পত্রিকা বিতরণ করেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,সংবাদপত্র হলো গণমানুষের কণ্ঠস্বর। সত্য সংবাদ প্রচারের মাধ্যমেই ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
এই সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর পূজা উদযাপন কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডালিম কুমার, সদস্য ধনজয় চন্দ্র বর্মন,নিতাই চন্দ্র বর্মন,মলিন চিটপটাং, গৌরাঙ্গ টপ্প,নেপেন টিজ্ঞা, সহ নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ,নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,৩নং ভাবিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন ।
শেষে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,“ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় ঐক্যবদ্ধ থেকে আমরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি।”