নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের জন্য ৩৫টি গাছ উপড়ে ফেলে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

জোরপূর্বক জমি দখলের জন্য ৩৫টি আকাশ মনি গাছ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের সিদাইন গ্রামের মৃত- খোদাবক্স জীবিত থাকা অবস্থায় সরকারের ভিপি সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিল। তার মৃত্যুর পর তার ওয়ারিশগণ সরকারের কাছ থেকে পুনরায় লিজ নেওয়ার জন্য আবেদন করে। কিন্তু মৃত- খোদাবক্স এর ভাতিজা হোসেন আলীর ছেলে আশরাফুল ইসলাম (মাষ্টার) উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে মৃত- খোদাবক্স মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, আমার বাবা সরকারের ভিপি সম্পত্তি সিদাইন মৌজার ৫৬ নম্বও খতিয়ানের ২১৩, ৩৩৯ ও ২৪২ নং দাগে লিজ নিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে। আমার বাবা মৃত্যুর আমরা ওয়ারিশগন উক্ত সম্পত্তি সরকারের নিকট হতে লিজ নেওয়ার জন্য আবেদন করলে আমার চাচাতো ভাই আশরাফুল ইসলাম বাধা দেয়। অথচ তিনি একটি বিদ্যালয়ের শিক্ষক। পাকা বাড়ী রয়েছে, জায়গা জমিও রয়েছে। সে সরকারের সম্পত্তি নেওয়ার যোগ্যতা রাখে না। তারপরেও সে জোর করে উক্ত সম্পত্তি দখলে নিতে চায়। আমি ৩৫টি আকাশ মনি গাছ লাগিয়েছিলাম। অথচ আমার অনুপস্থিতিতে আশরাফুল ইসলাম গত ২৫ নভেম্বর সকাল ৯টায় সেই গাছগুলি উপড়ে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম, আমি কোন সরকারের ভিপি সম্পত্তি দখল করেনি। আমি সিরাজুল ইসলামের বাবার কাছ থেকে জমি কিনেছি। আমি তার পৈত্রিক সম্পত্তি ক্রয়সুত্রে দখল করেছি। ঐ জমিতে আমন আবাদও আমি করেছি। সিরাজুল ইসলাম আমার নামে মিথ্যে অভিযোগ করেছেন।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান অভিযোগ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুনঃ