নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে আব্দুল আলিম (৪২) নামে বড় ভাই রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদমালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম বাদী হয়ে বুধবার সকালে নিয়ামতপুর থানায় এজাহার দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায়, সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ছোট ভাইদের সাথে আব্দুল আলিমের দীর্ঘ দিনের বিরোধ চলছিল।
এরপর গ্রাম্য সালিশে বাবা ছাতাব আলী মন্ডল ছেলেদের মাঝে সম্পত্তি নিজেই ভাগ বাটোয়ারা করে দেন। এরপর থেকে আব্দুল আলিমের হাঁস মুরগী ছোট ভাইদের জায়গায় গেলে তারা মেরে ফেলেন। তিনি ভাইদের সাথে বিবাদে লিপ্ত হবেন না বলে কাঁটা তারের বেড়া দিতে গেলে ভাইয়েরা বাঁধা দেয়। দু ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা লেগে যায়। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে তিনি হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছোট ভাই আলমগীর হোসেন, মোবারক হোসেন, আব্দুস সালাম, আরিফা ও আরিফ হোসেন দেশীয় অস্ত্র বাঁশের লাঠি ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মাথায় হাসুয়ার কোপে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ভুক্তভোগী আব্দুল আলিম বলেন, ছোট ভাইদের সাথে আমার দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। হত্যার উদ্দেশ্যে তারা আমাকে হাসুয়া দিয়ে মাথায় কোপ দেয়। এ ঘটনার আমি প্রশাসনের নিকট সুষ্ঠু নিরপেক্ষ বিচার চায়।
প্রতিপক্ষ আলমগীর হোসেন বলেন,মোবাইল নেটওয়ার্কের সমস্যা পরেক্ষণে ফোন দিয়ে বলেন সব অভিযোগ অস্বীকার করেন।
নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ পেয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com