‎নিয়ামতপুরে পদত্যাগের দেড় ঘণ্টা পর জামায়াতে যোগ দিলেন ছাত্রদল সভাপতি বিদ্যুৎ মাহাতো

‎নিয়ামতপুর ( নওগাঁ)সংবাদদাতা :

‎‎নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা বিদ্যুৎ মাহাতো শুক্রবার (৩০ জানুয়ারি) ছাত্রদল থেকে পদত্যাগ করেন।

‎পদত্যাগের দেড় ঘণ্টা পরই তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ মাহাতো।

‎শুক্রবার দুপুরে বিদ্যুৎ মাহাতো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন

‎পদত্যাগের দেড় ঘন্টার ভিতরে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ঘটনাটি দ্রুতই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়।

‎এ বিষয়ে ছাত্রদল কিংবা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন দ্রুত দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

‎কলেজ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করছেন।

আরো দেখুনঃ