নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা বিদ্যুৎ মাহাতো শুক্রবার (৩০ জানুয়ারি) ছাত্রদল থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের দেড় ঘণ্টা পরই তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ মাহাতো।
শুক্রবার দুপুরে বিদ্যুৎ মাহাতো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন
পদত্যাগের দেড় ঘন্টার ভিতরে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ঘটনাটি দ্রুতই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে ছাত্রদল কিংবা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন দ্রুত দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
কলেজ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com