নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাড়ি ভাঙচুর, আবাসপত্র লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা মোকামস্থ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায়, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মনজুআরা দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডিয় দলিলমূলে সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
ভুক্তভোগীরা বলেন, গত ১৭ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়ি ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে অভিযুক্তরা বাড়ি ভাঙচুর করে আবাসপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় ।

উক্ত ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন ভুক্তভোগীরা৷ অভিযুক্তরা হলেন মির্জাপুর গ্রামের হারুন রশিদ ভুট্টু, শাফিউল, তাইফুর, আশরাফুল, বাদল, রফিকুল (পচা), রবিউল ও দেলোয়ার।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, ভাঙচুর করা সম্পত্তি তাদের নিজস্ব এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com