‎নিয়ামতপুরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

‎জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার সকালে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন জনতার এমপি, নওগাঁ-১ আসনের জননেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম। তিনি নিজ হাতে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে স্থানীয় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।

‎লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপি’র এই ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার বহন করে।

‎এ সময় মোছাঃ ফরিদা বেগম বলেন,জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই এখন সময়ের দাবি। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

‎তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। এই লিফলেট বিতরণের উদ্দেশ্য হচ্ছে জনগণকে দেশের চলমান অবস্থা সম্পর্কে সচেতন করা এবং নতুন পরিবর্তনের ধারা সম্পর্কে জানানো।

‎লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণ বিএনপি’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের পাশে থাকতে চান।

আরো দেখুনঃ