‎নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

‎জনি আহমেদ,নিয়ামতপুর( নওগাঁ)প্রতিনিধি:

‎‎নওগাঁর নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৮নভেম্বর) নিয়ামতপুর মডেল মসজিদে এ দোয়ার আয়োজন করেন নিয়মাতপুর উপজেলা বিএনপি।
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎মোস্তাফিজুর রহমান জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁর রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন করা হচ্ছে।

‎খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আরো দেখুনঃ