নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সাথে সংঘর্ষে তাল গাছের সাথে ধাক্কা লেগে শোয়াইব (২০) নামে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে ২জন কলেজ ছাত্র। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং একজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা ) গ্রামের মুকবুল হোসেনের ছেলে ও নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। আহত কলেজ ছাত্ররা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।
স্থানীয়রা জানায়, রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নিয়ামতপুর সরকারী কলেজে মোটরসাইকেল নিয়ে দ্রুপগতিতে যাওয়ার পথিমধ্যে নিয়ামতপুর ডাঙ্গাপাড়ায় একটি দ্রুতগামী মিনি ট্রাক (পিকআপ) এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশের্^ তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শোয়াইবকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার সিনিয়ার এস আই ভারপ্রাপ্ত (ওসি ) মোঃ রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত কওে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়।