নিয়ামতপুরে ৫৪ তম সমবায় দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল আলিম ও বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালক আব্দুল আলিম ও বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ
ছয়টি ক্যাটাগরিতে ছয় জনকে সম্মাননা স্মারক ও সাটিফিকেট প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরো দেখুনঃ