দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় নেমেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে লোহাগড়া উপজেলায় পৌছানোর পর থেকে তিনি প্রচার-প্রচারণঅ শুরু করেন।
বিকাল ৩ টার দিকে মধুমতি সেতু এলাকায় পৌঁছালে অপেক্ষমান আওয়ামীলীগ নেতৃবৃন্দ মাশরাফী বিন মোর্ত্তজাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর পর্যায়ক্রমে লোহাগড়ার আলামুন্সির মোড়, সিএন্ডবি চৌরাস্তা, লোহাগড়া উপজেলার দলীয় কার্যালয়ের সামনে, এড়েন্দা বাজার, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া সহ সহ বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে এলাকাবাসীর তাকে ফুল দিয়ে বরন করে নেন।
লোহাগড়াসহ বিভিন্ন পথসভায় সংক্ষিপ্তভাবে বক্তব্যকালে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে নড়াইলে আসার সময় এখানে ফেরিতে পার হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে দেশের প্রথম ৬ লেনের সেতু হয়েছে। আগামীতে আবারো নৌকা প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হলে এলাকার বাকি উন্নয়নের জন্য জীবন বাজি রেখে কাজ করবো।’ আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।
লোহাগড়া উপজেলা এলাকায় পথসভায় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন মুন্সী, সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম. ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, কোটাকোল ইউপির সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম, যুবলীগ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ