সামনে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে বিরোধী দলীয় নেত্রী রৌশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অংশগ্রহন করবে। সাংবিধানিক অবকাঠামোর মধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব। বুধবার বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের নবীপুর বাজারে জাতীয় পার্টির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এরশাদ সরকারের আমলে উন্নয়ন ও সুশাসনের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে। তখন দেশে বাজারমূল্য নিয়ন্ত্রণে ছিল, জনগণ সুখ-শান্তিতে বসবাস করতো। আগামী নির্বাচনে জাতীয় পার্টির জয়ের লক্ষ্যে নেতাকর্মীদের সুসংগঠিত করে মিলেমিশে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।জাতীয় পার্টি ইউছুফপুর ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ মাঝির সভাপতিত্বে ওই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জিএম ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ মোসলেহ উদ্দিন মোল্লা।
আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাবেদ আহম্মেদ নবী, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান, একে আজাদ, হাজী মজিবুর রহমান কালা, গোলাম জিলানী মুন্সী, জহিরুল ইসলাম জহির, জাতীয় তরুন পার্টির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ সফিকুল ইসলাম, আলেক মেম্বার, মোঃ জানু ডিলার, আনোয়ার হোসেন, ইসমাঈল সরকার মোজ্জামেল হক, জামাল হোসেন ও তমিজ উদ্দিন প্রমুখ।
শান্ত/অননিউজ