সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম। নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হন তিনি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় শহীদ কে এম শামসুদ্দিন সম্মেলনে কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গনপতি বায়, সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়,জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ আব্দুল্লাহেল কাফী,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা,প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,কালেক্টর জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
এসময় জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ উল্লাপাড়া পৌর সভা মেয়র এস এম নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারকের ক্রেষ্ট তুলে দেন।
এসময় জেল সুপার আঃ বারেক, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ, রায়গঞ্জ ইউএনও তৃপ্তি কণা মণ্ডল সহ সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলরগণ, সিরাজগঞ্জ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হওয়ায় উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই অর্জন পুরো পৌরবাসির। আগামীতে আরো পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে নির্বাচিত হতে চাই।