নীলফামারী সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নের জমিদার পাড়ায় মৃত দেবী চরণ রায় এর পুত্র বিশ্বনাথ রায় (৬৫) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়। শনিবার ৩০ শে জুলাই রাত ১১টার পর এ ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস এর একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে লাশ উদ্ধার করে। তার ছেলে সঞ্জিত চন্দ্র রায় বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম পাশের বাড়ীর এক দুলাভাই এর চিৎকারে আমরা টের পাই।
তবে এলাকাবাসী বলছে দীর্ঘদিন ধরে বিশ্বনাথ রায় ও তার ছেলে সঞ্জিত রায় স্ত্রী রঞ্জনা রানী রায় এর সাথে শশুরের বনিবনার ঘাটতি ছিল। এক পর্যায়ে মৃত বিশ্বনাথ রায় তার নিজ ছেলে নামে একটি মামলা পর্যন্ত করতে গিয়ে ছিলেন। পরে সকলে মিলে রাস্তায় মৃত বিশ্বনাথ রায়কে ফিরিয়ে এনে পারিবারিক ভাবে আপোষ করে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য সাফিজুল ইসলাম বলেন, পূর্বে ঘটনা শুনেছি, এখন কি হয়েছে তা বর্তমানে বলতে পারছি না। আপনার খোজ খবর নেন। আমি সারা রাত ঘটনাস্থলে ছিলাম।