নীলফামারীর ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (০৩ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বালুভর্তি ট্রাক্টর জব্দসহ এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে ডিমলা উপজেলার নাউতারা নদীর পরিবেশ রক্ষায় উপজেলার কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদী থেকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টর জব্দ করা হয়।ম্যাজিস্ট্রেট রওশন কবির জানান, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ নষ্ট করে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত ট্রাক্টরটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু লুটের সময় একটি ট্রাক্টর আটক করে এর মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজারে এই অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া।
দণ্ডপ্রাপ্ত ট্রাক্টর মালিক মোরশেদ দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুসহ ট্রাক্টরটি আটকের পর 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অনুযায়ী মোরশেদকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসাথে ভবিষ্যতে আর কখনো বালু লুট করবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নদী রক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com