নীলফামারীতে অস্বচ্ছল মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে যুবলীগের বিকশা-ভ্যান, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

সুভাষ বিশ্বাস , নীলফামারী।।

নীলফামারীতে শোকের মাসের কর্মসূচিতে ২৬ জন অস্বচ্ছল মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে রিকশাভ্যান, রিকশা, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেছে জেলা যুবলীগ।

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

বুধবার (১৭ আগষ্ট) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১৩টি রিকশাভ্যান, আটটি রিকশা, চারটি সেলাই মেশিন ও হুইল চেয়ার একটি বিতরণ করেন।

জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ জানান, শোকের মাসের কর্মসূচিতে যুবলীগের নিজস্ব তহবিল থেকে কর্মসংস্থান সৃষ্টিতে ২১ জনের মাঝে একটি করে রিকশা ও রিকশাভ্যান, চারজন নারীকে সেলাই মেশিন ও একজন শারিরীক প্রতিবন্ধীর মাঝে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

ওই অনুষ্ঠান শেষে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

আরো দেখুনঃ