প্রান্তিক চাষীদের ক্ষেতের ধান কেটে দিল জেলা কৃষক লীগের নেত্রীবৃন্দ। মোঃ ইয়াহিয়া আবিদের নেতৃত্বে প্রান্তিক কৃষক মোঃ ফজলার রহমানের ৫ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন জেলা কৃষক লীগ।
বুধবার ( ১৭ মে) সকালে নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক উমাপদ অধিকারী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি রায়, জেলা কৃষক লীগের কর্মী মোঃ সুহিন আনসারী, জেলা কৃষক লীগের মহিলা নেত্রী শ্রীমতি রত্না রানী, সদস্য জাকারিয়া, জলঢাকা কৃষক লীগের সভাপতি রুহিত মারুফ সহ জেলা কৃষক লীগের নেতা কর্মীরা।
প্রান্তিক কৃষক মোঃ ফজলার রহমান বলেন, আবহাওয়া ও শ্রমিক সংকটের কারনে যখন আমি ধান কাটা নিয়ে খুব কষ্টের মধ্যে পড়েছি তখনই জেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা এসে আমার ধান কেটে ঘরে তুলে দিলেন। এজন্য আমি কৃতজ্ঞ।
জেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইয়াহিয়া আবিদ বলেন, ধান কাটার জন্য শ্রমিকের সংকট হওয়ার কারনে কৃষকরা ধান কাটতে পারছে না। তাই আমরা জেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষক ফজলার রহমানের ধান কেটে দেই। আমাদের এই কর্মসূচী অব্যহত থাকবে। কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি রায় বলেন, যদি কোন প্রাপ্তিক কৃষক আমাদেরকে তার সমস্যা জানায় তবে আমরা তখনি সেই কৃষকের পাশে দাঁড়াবো।