নীলফামারীতে ঢেলাপীরে জীপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৪অক্টোবর) সন্ধ্যা ৬টার পরে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী শহরের থানাপাড়ার অ্যাডভোকেট আব্দুল হাকিমের ছেলে ইমাম সেবগাতুন নূর আলরাজী বাবু (৪৪) ও
সবুপাড়ার মৃত শেখ আব্দুস সত্তারের ছেলে আহমেদ শহিদুল কবির (৫২)।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস জানিয়েছে সন্ধ্যা সড়ে ৬টার পরে বৃষ্টির সময় মোটরসাইকেলটি সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে আসছিল, বিপরীত দিক নীলফামারী থেকে সৈয়দপুরগামী জীপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলের ২ আরোহী। ঘটনার পর জীপ গাড়িসহ (ঢাকা মেট্রো-ঘ ১৮-৫৭১৫) চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর হাটের কাছে উপস্থিত লোকজন জীপটিকে আটক করে।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার সহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে। গাড়িটির মালিকের অনুসন্ধান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।