মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে শ্রীশ্রী আনন্দময়ী কালী মাতা মন্দিরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ১১টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর সভাপতি সান্তনা চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় বাদল, শ্রীশ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির এর সভাপতি ও বিজ্ঞ পি পি অক্ষয় কুমার রায় । হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি খোকারাম রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাহারুল ইসলাম ।
আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুপ কুণ্ডু প্রার্থনা পরিচালনা করেন কেন্দ্র শিক্ষক রনজিত কুমার রায় । প্রার্থনা ও আলোচনা সভায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সকল কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করে