ঝড় ও বৃষ্টিতে কৃষ্ণচূড়া গাছ উল্টে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ডুহুলি শান্তিনগর এলাকার দনদরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কক্ষ সম্পূর্ণ বিধ্বস্ত।
ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত তাসমিয়া খাতুন জানান , সকালে বাতাস ও হালকা ঝড় হচ্ছিল এসময় কৃষ্ণচূড়া গাছটি উল্টে দুইটি অফিস রুম ও একটি ওয়াশরুম সম্পূর্ণ ভেঙে নষ্ট হয়ে গেছে এছাড়াও বিদ্যালয়ের বারান্দার এক অংশ ভেঙে গেছে। বিদ্যালয়ের ক্লাস শুরু না হওয়ায় কোন ছাত্র-ছাত্রী আহত হয়নি ।