বন্ধুদের নিয়ে টিকটকের শুটিং করার সময় খরখরিয়া নদীর ব্রিজ থেকে ঝাঁপ দেয় মুস্তাকিম ইসলাম এরপর খাড়াভাবে সাঁতার কাটতে না পেরে নদীর স্রোতে ডুবে তার মৃত্যু হয় । সে স্থানীয় একটি সাবান কোম্পানিতে চাকরি করতো ।
ঘটনাটি ঘটেছে ২০ মে শুক্রবার সকাল নটার সময় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দীঘল ডাঙ্গী ব্রিজ এলাকায় । মোস্তাকিম ইসলাম দীঘল ডাঙ্গা এলাকার মন্টু ইসলামের ছেলে ।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান , সকাল ৯ টার দিকে কয়েকজন যুবক মিলে খরখরিয়া নদীর ব্রিজ এলাকায় টিকটক ভিডিওর শুটিং করছিল একপর্যায়ে মুস্তাকিম ব্রিজ থেকে ঝাঁপ দেয় নদীতে খাড়া ভাবে সাঁতার কাটতে না পেরে ডুবে যায় ।
তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা খোঁজাখুঁজি করে নদীতে তাকে উদ্ধারের চেষ্টা চালায় । দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা খর খরিয়া নদীর ব্রিজ হতে ১০০ মিটার দূরে তাকে উদ্ধার করে । সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।