নীলফামারীতে টিসিবি র পণ্য পৌঁছে দিতে জেলা প্রশাসককের প্রেস ব্রিফিং

সুভাষ বিশ্বাস, নীলফামারী।।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসারে নীলফামারী জেলায় ১লক্ষ৫৬ হাজার ৪শ৭১টি নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি র পণ্য কার্ডের মাধ্যমে বিক্রয় করা হবে। এই লক্ষে আজ শনিবার ১৯ মার্চ বিকাল সারে তিনটায় নীলফামারী সরকারি গণগ্রন্থাগারে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর মোঃ রমিজ আলম।

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জানান, পবিত্র রমজান উপলক্ষে আগামী কাল থেকে ১০ দিন বিক্রি করে হবে টিসিবির পণ্য,। আগামীকাল সদর উপজেলার ২ হাজার ৫ শত ৬১ জন ডোমার উপজেলায় ৩ হাজার ৮ শ ৯৩ জন, ডিমলা উপজেলায় ২ হাজার ৯ শ ৯৮ জন, জলঢাকা উপজেলায় ৬ হাজার ৪ শ ৫৩ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৬ হাজার ৮ শ ৮২জন,সৈয়দপুর উপজেলায় ২ হাজার ৩ শ ৩৩ জন। মোট ২৫ হাজার ১শ ২০ জন পরিবারের মাঝে বিক্রয় করা হবে।

পরিবার প্রতি সোয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার,চিনি ৫৫ টাকা দরে ২ কেজি ও মশুর ডাল ৬৫ টাকা দরে ২ কেজি। আগামীকাল সকাল ১০ টায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু করা হবে।

আরো দেখুনঃ