উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও দুদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজে পয়েন্টে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অতিরিক্ত পানির চাপ সামলাতে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি ( ৪৪) টি গেট। পানি বন্দি হতে শুরু করেছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্ন অঞ্চল ও নদী চর এলাকার প্রায় দশ হাজার পরিবার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফা উদ্দৌলা জানান, উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি রবিবার ১ আগস্ট সকাল ৯ টায় তিস্তা বিপদ সীমার (৫২.৬০) এর ২ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হলেও বিকাল তিনটায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬ টায় বিপদ সীমার ২৫ সেন্টিমিটার (৫২.৮৫) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট ।
অতিরিক্ত পানির চাপ সামলাতে সতর্ক মূলক সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড । চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।