নীলফামারী সদর উপজেলায় সপ্তম ধাপে দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছে। ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ১। সুজিত কুমার চৌধুরী (স্বতন্ত্র), ২। মোঃ মশিয়ার রহমান শাহ্ (স্বতন্ত্র), ৩। আবু সাঈদ (জাকের পাটি), ৪। মোঃ জাহাঙ্গীর আলম নাল্টু (স্বতন্ত্র), ৫। মোঃ হাফিজুর রশিদ প্রামানিক মঞ্জু (আওয়ামীলীগ), ৬। মোঃ হেদায়েত আলী শাহ্ ফকির (স্বতন্ত্র)। ১০নং কুন্দপুকুর ইউনিয়নে ১। মোঃ শাহাজাহান আলী চৌধুরী (স্বতন্ত্র), ২। মোঃ গোলাম মোস্তফা (স্বতন্ত্র), ৩। আজগার আলী (স্বতন্ত্র), ৪। মোঃ দুলাল (ইসলামী আন্দোলন), ৫। মোঃ আবুল কালাম আজাদ সিদ্দিক (আওয়ামীলীগ) এছাড়া ইটাখোলা ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ২৭ জন ও কুন্দপুকুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন মহিলা প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ইটাখোলা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫৩ জন ও কুন্দপুকুরে ৯টি ওয়ার্ডে ৫২জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। মনোনয়ন পত্র বাছাই ১৫ জানুয়ারী ২০২২ ও প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ানী ২০২২ এবং ৭ ফেব্রুয়ারী ২০২২ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে ১২ জানুয়ারী বুধবার নিশ্চিত করেছেন নীলফামারী সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উদজ্জামান। দু’টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৪৬ হাজার ২ শত ৯৪ জন, এর মধ্যে কুন্দপুকুর ইউনিয়ন পরিষদে ২৩ হাজার ৯ শত ২২ জন ও ইটাখোলা ইউনিয়ন পরিষদে ২২ হাজার ৩ শত ৭২ জন ৭ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতার মামলা থাকায় দীর্ঘ ১ যুগ আটকে থাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোঃ হেদায়েত আলী শাহ্ ফকির গ্রাম সিংদই কর্তৃক মহামান্ন হাই-কোট বিভাগে রিট পিটিশন নং- ৪২৯৬/২০১৫ মামলাটির জঁষব উরংপযধৎমব হওয়ায় ২৯ ডিসেম্বর ২০২১ ৭ম ধাপে নির্বাচন কমিশন ৭ ফেব্রুয়ারী ২০২২ নির্বাচনের তফশিল ঘোষণা করে।