নীলফামারীর কিশোরগঞ্জে ঘুমন্ত অবস্থায় এক বিধবাকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে মারধরের অভিযোগ উঠেছে । আহত অবস্থায় ওই বিধবা (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে ভিকটিম নিজেই বাদী হয়ে প্রতিবেশী রুবেল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত যুবক পুটিমারী ইউনিয়নের কান্দুরারমোড় বনানীপাড়া গ্রামের সোলেমানের ছেলে।
অভিযোগে জানা যায়, রাতের খাবার শেষে ঘুমানোর পর সোমবার গভীর রাতে রুবেল গোপনে ওই বিধবার ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা চালায়। টের পেয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ওই বিধবা চিৎকার দিলে রুবেল পালিয়ে যায়।
পরদিন সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্জের জন্য ভিকটিম বাড়ির পাশে কান্দুরার বাজারে যায়। এ সময় অভিযুক্ত রুবেল সেখানে তাকে বেদম মারধর করে ও শ্লীলতাহানি ঘটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরিফ জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।