গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের নবগঠিত ছাত্রলীগ কমিটির আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটি সভাপতি মোঃ ফিজার বিন সাইফুল্লাহ (রাইয়ান)সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান (টিপু)সাংগঠনিক সম্পাদক রুম্মান ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় ২৩ শে ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টার সময় আনন্দ রেলি বের করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি সহ জেলা-উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়েছে আলমবিদিতর ইউনিয়ন নবগঠিত ছাত্রলীগ।
আনন্দ রেলি তে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সুরুজ, এসময় উপস্থিত ছিলেন আলমবিধিতর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মোরশেদ, স্বেচ্ছাসেবক লীগের আব্বাহক নাজমুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এ সংগঠনের সোনালী ঐতিহ্য ধরে রাখতে নতুন নেতা কর্মী এক বদ্ধ ভাবে কাজ করবে,গঙ্গাচড়া উপজেলার আলমবিধিতর ইউনিয়নের একটি ছাত্র লীগের মডেল কমিটি হিসাবে পরিচিতি পাবে।
প্রসঙ্গত, গত ৬ফেব্রুয়ারি, রাইয়ান কে সভাপতি ও সাধারন সম্পাদক টিপু কে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আংশিক কমিটি আনুমোদন দেয় গংগাচড়া উপজেলা ছাত্রলীগ।