মুজিব শতবর্ষ ও পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আগামীকাল তৃতীয় পর্যায়ে নীলফামারী জেলার ৬ উপজেলায় জমি সহ গৃহ ১২শ ৫ পরিবারের কাছে হস্তান্তর উপলক্ষে (২৫শে এপ্রিল সোমবার) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, আশ্রয়হীনদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহার এটি জেলায় মোট ১২শ ৫ টি পরিবার জমিসহ গৃহ পেতে যাচ্ছে এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২৬০টি, ডোমার উপজেলায় ৮০টি, ডিমলা উপজেলায় ৩২৩ টি, জলঢাকা উপজেলায় ২৮০ টি, কিশোরগঞ্জ উপজেলা ১৭৭ টি ও সৈয়দপুর উপজেলায় ৮৫ টি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (নেজারত শাখা) মোঃ রমিজ আলম, সিনিয়র সহকারী কমিশনার (এস,এ, এলএ ও আরএম শাখা) মোছাঃ রুমানা আফরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (গোপনীয়) রিয়াজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহামুদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাচান রাব্বি প্রধান, মীর মাহমুদুল হাসান আস্তাক, আতিয়ার রহমান বাড্ডা, নুর আলম, সুভাষ বিশ্বাস, আজিজুল বুলু, উজ্জল পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন