বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকতা জেসমিন নাহারের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকালে নীলফামারী হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর থানার ওসি আব্দুর রউপ, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, নুরুজ্জামান, বাসুদেব রায়, আরমানা জাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।
উদ্বোধনী বালক দলের খেলায় কালীদাস সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ দোনদরী কোরানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় হাড়োয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়।
১৬টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে ও আগামী ৩০ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।