উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। খুলে দেয়া হয়েছে ডালিয়া তিস্তা ব্যারেজের সবকটি গেট তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডিমলা ও জলঢাকা উপজেলার সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ।
তিস্তা নদীর পানি বাড়ার সাথে সাথে আতঙ্ক বাড়ছে চর খড়িবাড়ি এলাকার ২ হাজার পরিবারের মাঝে। ডিমলা চর খড়িবাড়ি এলাকায় ভাঙ্গন রোধে নদীর বাঁধ নির্মাণ আগামী জুন মাসে শেষ হবার কথা থাকলেও কাজটি পানি উন্নয়ন বোর্ড নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় আতঙ্ক যেন কাটছেই না এলাকার মানুষজনের ।
উজানের ঢলে চরের ফসলি জমি এবং নিম্ন অঞ্চল তলিয়ে গেছে এছাড়া ডিমলা উপজেলার ঝাড় সিংহেশ্বর, কালিগঞ্জ, ছাতু নামার চর কিশামত ছাতনাই ভেন্ডাবাড়ী এলাকায় পানি ঢুকে পড়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদদৌলা জানান, তিস্তা নদীতে উজান এর পানি বাড়তে থাকায় ব্যারেজের 44 টি গেট খুলে দেয়া হয়েছে । তিস্তা অববাহিকার বসবাসকারী মানুষজনদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে