বেছে বেছে ধানের শীষ প্রতীকের ব্যানার ফেস্টুন পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে বিএনপি সমর্থিত নীলফামারী ২ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
নীলফামারী ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড় এলাকায় অন্য দুটি দলের পোস্টার ফেস্টুন রাস্তার পাশে শোভা পেলেও বিএনপি প্রার্থী রুবেলের ধানের শীষ প্রতীকের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, একই ঘটনা ঘটেছে পঞ্চপুকুর ইউনিয়নের গাবের তল এলাকায়। কুন্দুপুকুর ইউনিয়নের মিশুক অটো মিল সংলগ্ন, ডিসি অফিস সংলগ্ন এলাকায় ঢিল ছুড়ে ফাস্টুন ফুটো করা হয়েছে। এরকম আরো ১০-১২ জায়গায় এসব ঘটনা ঘটিয়ে প্রতিহিংসার রাজনীতির জন্ম দেয়া হচ্ছে বলে দল টির একাধিক নেতাকর্মী জানিয়েছে।
পঞ্চপুকুর গাবের তল এলাকার বাসীন্দা মো:আমির হোসেন বলেন কাজিয়া ঝগড়া লাগে বার বেদে এইলা কাম করেছে।
ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পার এলাকার বাসিন্দা আব্দুর মান্নান বলেন কারো ব্যানার পোস্টার ছেড়া এটা অবশ্যই ঠিক কাজ হয় নাই। আমরা এগুলোর নিন্দা জানাই।
এ বিষয়ে নীলফামারী ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল জানান, বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যারা চায়নি তাদেরই একটি পক্ষ প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি করার লক্ষ্যে রাতের অন্ধকারে সব কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।