নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধা দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের ৫ দিন পর গত ১৪ জানুয়ারি রাতে ঢাকার সাভারের জয়নাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় তেলীপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে সজিব (২২)। তারা সম্পর্কে নিহতের প্রতিবেশী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী) এবং র্যাব-৪, সিপিসি-২ (সাভার) এর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে। বুধবার রাতে সাভার থানার জয়নাবাড়ী এলাকা থেকে আত্মগোপনে থাকা বাবা ও ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি নিজ বাড়ির আঙিনায় দুলালী বেগমকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। ঘটনার পর থেকেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় ১০ জানুয়ারি নিহতের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৯) দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, আসামিরা নিহতের প্রতিবেশী। তাদের গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা রিমান্ড ও অধিকতর তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com