নীলফামারী প্রতিনিধি।।
তীব্র দাবদাহ হতে মুক্তি ও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করছেন নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার কয়েকশ’ মুসল্লী।
বৃহস্পতিবার (৮ই জুন) সকাল ১০টায় খানকায়ে কারামতিয়া শরীফ প্রাঙ্গনে চিলাহাটি দ্বীনি কাফেলার আয়োজনে, খানকায়ে কারামতিয়া শরীফের সার্বিক সহযোগিতায় বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লীরা। নামাজে কয়েকশ’ গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন চিলাহাটি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা ক্বারী একরামুল হক। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনাও করেন তিনি।
নামাজ শেষে ইমাম হযরত মাওলানা ক্বারী একরামুল হক বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু,পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি।
বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফার করার জন্য আহবান জানান তিনি।
এফআর/অননিউজ