নীলফামারীতে ভাতিজার জমি প্রতারণার মাধ্যমে বিক্রয় এর কারনে আইনি নোটিশ

নীলফামারী প্রতিনিধি।।

দলিলের তথ্য গোপন করে, মালিকানা স্বত্ব না থাকা সত্ত্বেও 17307 নং দলিল ফরহাদ নওরোজ নাহিন তার ফুফু তাজনুর আফসানা কে হস্তান্তর না করলেও হস্তান্তর দেখিয়ে জমি বিক্রি করে মোঃ মতিউর রহমানের কাছে। দলিলের প্রতারণার বিষয়ে তাজনূর আফছানা কে আইনি নোটিশ পাঠিয়েছে মোঃ মতিউর রহমানের আইনজীবী মোঃ তৌহিদুল ইসলাম ।

বিবরণীতে জানা যায়, 2020 সালের 28 সেপ্টেম্বর 6405/2020 নং দলিল মূলে এই এসে এ 7286 দাগে 4 শতক এস এ 7278 দাগে 0 4 শতক জোর হস্তান্তর করেন এবং ফরহাদ নওরোজ নাহিন 2,50 শতক জোত উক্ত দলিল হস্তান্তর করেন কিন্তু পরবর্তী তে মোঃ মতিউর রহমান জানতে পারে যে 2016 সালের 23 ফেব্রুয়ারি ফরহাদ নওরোজ নাহিনকে দুই দাগে 7278ও1,18 শতক 7286 দাগে 0,36 শতক জোত সাব কবলা দলিল মূলে হস্তান্তর করেন ।

তাজনুর আফসানা 6405/2020 নং দলিলের সম্পত্তির মালিকানা বর্ণনায় বিক্রিত ওই জোত মোহাম্মদ ফরহাদ নওরোজ নাহিন এর নিকট সাফ কবলা দলিল মূলে বিক্রি করিয়াছেন । এসব বিষয় গোপন করে তথ্য গোপন রেখে অন্যান্য দলিল গ্রহীতাদের সাথে প্রতারণার উদ্দেশ্যে 6405/2020 নং দলিলে আপনার 8 শতক জোতে হস্তান্তর করায় উল্লেখ্য যে দলিল নং 6405/2020 দলিলে মালিকানা বর্ণনায় তাজনুর আফসানা 4টি দলিল 05/05/1962, তারিখে 5880 নং দলিল উল্লেখ করেছেন । উক্ত দলিলের সাথে আপনার বিক্রয় কৃত 8 শতক সম্পত্তি সম্পর্কিত নয় ।

আপনি আরো উল্লেখ করেন যে মোহাম্মদ ফরহাদ নওরোজ নাহিনের নিকট হইতে 23/02/16 তারিখে 17307 নং কবলা দলিল মূলে খরিদ করিয়াছেন কিন্তু আমার মক্কেল ও অন্যান্য দলিল গ্রহীতা গন খোঁজখবর লইয়া জানতে পারে যে ,23/2/16 তারিখে 17307 নং কোন দলিল ফরহাদ নওরোজ নাহিন আপনার বরাবর হস্তান্তর করে নাই । আপনি জেনে-শুনে-বুঝে ঠান্ডা মস্তিষ্কে তথ্য গোপন করে মোঃ মতিউর রহমান বরাবর আপনার হস্তান্তরিত 6405/20 নং দলিল 08 শতক জোত সম্পূর্ণ মালিকানা স্বত্ব না থাকা সত্বেও প্রতারণার উদ্দেশ্যে 6405/2020 নং দলিল হস্তান্তর করিয়াছেন ।

এসব প্রতারণার কারণে নোটিশ প্রাপ্তির 10 দিনের মধ্যে সুষ্ঠু সমাধান করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে তাজনুর আফসানাকে ।

আরো দেখুনঃ